ভূরুঙ্গামারীতে বিদায় ও বরং সংবর্ধনায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ডা. মোছাঃ শামীমা আক্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও
ভেটেরিনারি হাসপাতালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ সংবর্ধনার পাশাপাশি জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ শামীমা আক্তারের বিদায় ও ডা. মোঃ আশিকুজ্জামানের বরং সংবর্ধনাটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষণ পক্ষে অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ শামীমা আক্তারে ২৫ জানুয়ারি ২০২১ সাল থেকে নিষ্টার সহিত তার সকল কার্যক্রম সুশৃংখলভাবে পরিচালনা করে আসছিলেন। সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসন বজায় রাখতে এবং দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে তোলা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দিতে সরকার প্রতিবছর জাতীয় শুদ্ধাচার পুরস্কার দিয়ে আসছে। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীমা আক্তার।
উক্ত বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে ডাঃ মোছাঃ হোসনে আরা খাতুন সীমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদের রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ হাবিবুর রহমান, জেলা ডিডি এআই ডা. মোঃ আব্দুল আজিজ প্রধান, বিদায়ী ইউএলও ডা. মোছাঃ শামীমা আক্তার, বিভিন্ন উপজেলা থেকে আগত প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসারবৃন্দ, অত্র অফিসের ভ্যাক্সিনেটর বৃন্দ, এআই টেকনিশিয়ান গণ, এলএসপি, এলএফএফ, অফিসের সকল সহকর্মীবৃন্দ সহ বিভিন্ন মেডিসিন কোম্পানির প্রতিনিধিবৃন্দ।