জবি ছাত্রীহলের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত প্রভোস্টের মতবিনিময় সভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের সমস্যা ও সংকট উত্তরণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রভোস্ট ড. সাবিনা শারমিন।
সোমবার (১ অক্টোবর) বিকেলে ছাত্রীহলের কমনরুমে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৯ সেপ্টেম্বর অধ্যাপক ড. সাবিনা শারমিন ছাত্রীহলের তৃতীয় প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মতবিনিময় সভায় হলের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায় পঁচিশটি দাবি উত্থাপন করা হয়।
এসময় প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী নওশীন নাওয়ার জয়া বলেন, আমরা আশা রাখছি প্রভোস্ট ম্যাম এর আন্তরিক তত্ত্বাবধানে আমাদের হল বিষয়ক উত্থাপিত সমস্যাগুলো সহ ক্যানটিনের উপরস্থ টিনের ভাঙা চাল সংস্কার ও দ্রুত ভার্টিক্যালি ঢালাই এর মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। এছাড়াও গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিরোধিতা ও হেনস্তাকারী হলের শিক্ষার্থীদের ব্যাপারে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ম্যাম।
বাংলা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী সিদরাতুন নূর জানান, প্রভোস্ট ম্যামের রুটিন তত্ত্বাবধানে হলের ক্যানটিনের খাবারের মান আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকবে আশা করি।
ইংরেজি বিভাগের শিক্ষার্থীর নাম তানজিলা সুলতানা বলেন, হলের গেস্টরুমে দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা অভিভাবকদের জন্য ফ্রেশ হওয়া বা নামাজ পড়ার কোন ব্যবস্থা না থাকায় অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য ম্যামকে অনুরোধ করেছি, তিনি এই ব্যাপারে সুদৃষ্টি রাখবেন বলে আশ্বাস দিয়েছেন।
এসময় প্রভোস্ট ড. সাবিনা শারমিন বলেন, ‘দাবি শব্দটি আমার পছন্দ হয়নি, কারণ এই সুবিধাগুলো তোমাদের স্বাভাবিকভাবেই পাওয়ার কথা ছিলো’। দাবি গুলোর মধ্যে যেগুলো দ্রুতসময়ের পূরণযোগ্য সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ও রেগুলার মনিটরিং, হলে প্রবেশের সময় রাত ১০ টায় নির্ধারণ, ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে একজন গার্ডকে রাত ১০ টা পর্যন্ত গেইটের বাইরে নিযুক্ত করা হবে।