ঈশ্বরদীতে ছাত্রদের সাথে দায়িত্বশীলদের মতবিনিময়

ইসলামী আন্দোলনে ছাত্র-যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি, ছাত্ররাই পারে একটি দেশের আমূল পরিবর্তন আনতে।
ইসলামী আন্দোলনে ছাত্র-যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি- অধ্যাপক আবু তালেব মন্ডল। ইসলামী ছাত্রশিবির এ দেশের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটি বড নেয়ামত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
শনিবার (৫ অক্টোবর) সকালে ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত আলহাজ্ব মোড়স্থ দারুস সালাম ট্রাস্ট মিলনায়তন ছাত্র দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে জাতির ঘাড়ের উপর চেপে বসা ফ্যাসিবাদী সৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। দূর্নীতি ও ন্যায় ইনসাফভিত্তিক শোষণ মুক্ত বাংলাদেশ বির্নিমানে ছাত্র সমাজের ভূমিকা অনেক বেশি। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি দায়িত্বশীলকে আদর্শের প্রতীক হিসেবে গড়ে উঠতে হবে।
নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি ছাত্রের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে। একটি সুন্দর সমাজ গঠনের জন্য ইসলামী ছাত্রশিবিরকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বর্তমানে বিশ্বে বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা চলছে জানিয়ে তিনি বলেন, শিবিরের প্রতিটি কর্মীকে এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী আবু সালেহ মোহাম্মাদ আব্দুল্লাহ, তালিমুল কুরআন সেক্রেটারী মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নাসির উদ্দীন, সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ, ঈশ্বরদী উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, ছাত্রশিবিরের পাবনা পাবনা জেলা পশ্চিম সভাপতি মো. ইসরাইল হোসেন শান্ত, সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মারুফ মো. আহসাউজ্জামান, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক মাসুদ রানা মাসুম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাকিবিল্লাহ খান, তারবিয়াত সেক্রেটারি মাওলানা আকাতুল্লাহ, পেশাজীবি সেক্রেটারি ডা. মনসুর রহমানসহ পাবনা জেলা পশ্চিম শাখার ছাত্রশিবিরের বিভিন্ন থানা ও ইউনিয়নের সভাপতি সেক্রেটারিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. সাইদুল ইসলাম।