সাভারে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ

আসন্ন শারদীয় দূর্গা পূজা’কে সামনে রেখে নিরাপত্তার বিষয়ে সরেজমিনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ। সোমবার (৭ অক্টোবর) বেলা বারটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে নিরাপত্তা ও পূজার সার্বিক বিষয়ে পূজা উৎযাপন কমিটির সাথে কথা বলেন তিনি।
এ বছর সাভার ও আশুলিয়ায় ১৮৮ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে সাভারে ১০৬ ও আশুলিয়ায় ৮২ টি পূজামণ্ডপ রয়েছে। সাভার পূজা উৎযাপন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সম্ভু চন্দ্র সরকার বলেন, প্রতি বছরের মত এবারও ধুমধামের সাথে আমরা দুর্গাপূজায় আনন্দ উৎসব করবো। পূজার বিষয়ে আমাদের এখানে কোন প্রকার অপ্রীতিকর পরিবেশ তৈরি হবেনা বলে আমরা বিশ্বাস করি।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, নির্বিঘ্নে পূজা উৎযাপন করতে ঢাকা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ বিজিবি সহ যৌথ বাহিনি মাঠে রয়েছে। থাকছে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনি। তাছাড়া প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও পূজা উৎযাপন কমিটির নিজস্ব লোকবল দ্বারা পরিবেশ নিয়ন্ত্রণ করা হবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই বলে তিনি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির, সাভার থানার অফিসার্স ইনচার্জ মোঃ জুয়েল ও পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ।