এক দফা দাবিতে দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি পালন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে পদায়নের এক দফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের জেলা শাখা।
মঙ্গলবার আট অক্টোবর সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি চলাকালীন বক্তারা বলেন, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকেই এসব পদে পদায়নের দাবি জানাচ্ছি। আমরা চাই, নার্সদের জন্য বিসিএস চালু করা হোক এবং যোগ্যতার ভিত্তিতে চেয়ারগুলোতে নার্সদের বসানো হোক। আমরা জরুরি সেবা চালু রেখেছি। তবে, যদি দাবি মানা না হয়, তাহলে আমরা পুরোপুরি শাটডাউনে যাবো। তখন যদি কোনো ক্ষতি হয়, এর দায় আমরা নার্সরা নেবো না।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের দিনাজপুরের সদস্য সচিব রাখী আখতার বলেন, প্রায় এক মাস ধরে আমরা এক দফা দাবিতে আন্দোলন করছি। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই কর্মবিরতি পালন করা হলো। দাবি না মানলে আগামীতে সম্পূর্ণ শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
কর্মবিরতি চলাকালীন উপস্থিত ছিলেন নার্স মনিরা পারভীন, রওশন আরা, লায়লা আঞ্জুমান, শিল্পী রায়, এবং রেশমা পারভীন প্রমুখ।