লামায় কেন্দ্রীয় হরি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় – দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানের লামায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জাবেদ রেজা লামার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত পুজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ-সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার সহ লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, লামা পৌর বিএনপির আহ্বায়ক সাইফুদ্দিন সদস্য সচিব এডভোকেট আরিফ চৌধুরী , লামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন (রাসেল), লামা পৌরসভা যুবদল সংগ্রামী সদস্য সচিব ও কলম সৈনিক মোঃ শফিকুল ইসলাম। যুব নেতা মোঃ জিসান, ওমর ফারুক বান্দরবান জেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট, আরাফাত বুলবুল সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ১২ ইং অক্টোবর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লামা কেন্দ্রীয় হরি মন্দির, চম্পাতলী লোকনাত হরি মন্দিরসহ ২নং মেরাখোলা সদর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন এবং শারদীয় ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এই সময় পূজামণ্ডপ গুলোতে বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জাবেদ রেজার পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং জাবেদ রেজা আরো বলেন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ব স্ব লামা উপজেলা, পৌরসভা, ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীদের কে সতর্ক ভাবে থাকার নির্দেশ দেন । যাতে কোন ভাবেই দুষ্কৃতিকারীরা কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এছাড়া উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনে সহায়তা করার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।