রাজস্থলীতে কোন ধরনের সহিংসতা ছাড়াই প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

রাঙ্গামাটির রাজস্থলীতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে হিন্দুদের রীতি অনুযায়ী দুর্গাপূজায় মাকে বিদায় জানানোর জন্য মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। সেই সাথে সাথে ঢাক-ঢোলের তালে প্রতিমা বিসর্জন দিতে সবাই হেঁটে আর ট্রাকে করে ছুঁটতে থাকে কর্ণফুলী নদী ও পুকুর পাড়ে। ধুপ, মোমবাতি আর তেল দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী দিনের সুখ শান্তি। এসময় একে একে নদী ও পুকুরের পানিতে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন হয় ০২টি, পূজা মন্দির সংলগ্ন পুকুরে বিসর্জন হয় ০১ টি এবং বাঙ্গালহালিয়া বাজারের পুকুরে বিসর্জন দেওয়া হয় আরেকটি।
এদিকে প্রতিমা বিসর্জনকে ঘিরে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা সার্বক্ষণিক নিরাপত্তা দিতে দেখা গেছে। প্রশাসনের সহযোগিতায় সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাজস্থলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, রাঙ্গামাটির রাজস্থলীতে এবার মোট ৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সফলভাবে উদযাপন করতে পেরে মহাখুশি সনাতনী ধর্মাবলম্বীরা।