খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে জুম ফসলের বীজ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

গতকাল ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের দুর্গম পাহাড়ি গ্রাম কেশব মহাজন পাড়ায় জুম ফসলের বীজ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্যোগে নারীর সুরক্ষায় দরকার সচেতনতা সৃষ্টি এবং সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলাটি আয়োজন করে ‘জাবারাং কল্যাণ সমিতি’ এবং ‘আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন কমিটি, খাগড়াছড়ি জেলা শাখা।’ ইফাড-ইপাফ এবং টেবটেব্বা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ST-NRM প্রকল্পের আওতায় মেলাটি অনুষ্ঠিত হয়।
মেলায় নিকটবর্তী ছয়টি গ্রামের মোট ৯ জন গ্রামীণ নারী তাদের সংগ্রহে থাকা ২৫ থেকে ৪৫ প্রকারের বিভিন্ন জুম ফসলের বীজ প্রদর্শন করেন। অংশগ্রহণকারী অঙ্গরী ত্রিপুরা, কেশব মহাজন পাড়া থেকে ৪৫ প্রকার বীজ নিয়ে প্রথম স্থান অধিকার করেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। তিনি জুম চাষের উন্নয়ন ও নারীদের সক্রিয় অংশগ্রহণের জন্য পুরুষদের সমর্থন আহ্বান জানান এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে জুম চাষের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কমি রঞ্জন ত্রিপুরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, কমিটির উপদেষ্টা ও কার্বারী দলেন ত্রিপুরা, ওয়ার্ড মেম্বার উমেন্দ্র ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পাড়া ভলান্টিয়ার হৃদয় ত্রিপুরা। মেলার সমাপ্তিতে বিজয়ীসহ সকল অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
এই আয়োজনের মাধ্যমে গ্রামীণ নারীদের বীজ সংরক্ষণ ও কৃষিতে অবদানকে আরও শক্তিশালী করার পাশাপাশি, তাদের উদ্ভাবনী দক্ষতাকে স্বীকৃতি জানানো হয়।