উপজেলা প্রশাসন ও কারিতাসের উদ্যোগে রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস পালিত

“উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা প্রশাসন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের যৌথ আয়োজনে সারা বিশ্বের ন্যায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০.৩০ টায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি হয়ে উপজেলা গণমিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ মামুন সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।
কারিতাস মাঠ সহায়ক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, পল্লি সঞ্চয় কর্মকর্তা রতন দেব, উপজেলা ওসি এল এসডি, অশোক ভৌমিকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কারিতাসের উপকার ভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্য উৎপাদনে এখনো অনেক পিছিয়ে। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে। সকল নাগরিকদের নিরাপদ খাদ্যের বিষয়ে জনসচেতনতা তৈরী করতে হবে।