"বিডি ক্লিন আক্কেলপুর"
আক্কেলপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে “বিডি ক্লিন -বাংলাদেশ” আক্কেলপুর শাখার আয়োজনে আক্কেলপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শপথ ব্যাক্য পাঠ করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আক্কেলপুর পৌরসভা ও আক্কেলপুর উপজেলার সার্বিক সহযোগিতায় এবং বিডি ক্লিন আক্কেলপুরের তত্তাবধানে সারাদিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়।
বিডি ক্লিনের আক্কেলপুর প্রতিনিধি মো:সাল্লিম মন্ডল রাজন বলেন, আমরা আক্কেলপুরে তরুণ্য ৬০ জন স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা ফিরে আনার জন্য কাজ করতিছি। আমরা এ কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ঘোষণা দিলাম।
বিডি ক্লিনের আক্কেলপুর প্রতিনিধি মো:সাল্লিম মন্ডল রাজনের পরিচালনায় উক্ত আয়োজনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আবু শফি মাহমুদ, আরএমও আসিফ আদনান, বিডি ক্লিন জয়পুরহাট জেলা সমন্বয় রাকিবুল হাসান সহ আরো অনেকে।
এসময় বিডি ক্লিনের আক্কেলপুর টিমের জাকারিয়া আকাশ,মৌমিতা জান্নাত নিতু,নাসিম মন্ডল,সৈকত বাবু, আবু ইউসুফ নিজামি, রাশেদুল, আতিকুর আবির, মুয়াজ, জয়, দিনা সহ জেলা টিমের একাধিক সদস্য সহ অর্ধশত উপস্থিত ছিলেন।