নলছিটির ইউনিয়ন বিএনপির সভাপতির চাঁদাবাজী মহাসচিবের কাছে অভিযোগ

ঝালকাঠির নলছিটির সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান ও কৃষক দলের সভাপতি আঃ সত্তার পিন্টুর চাঁদাবাজী ও আওয়ামীলীগ নেতাদের পুনর্বাসন করায় অনাস্থা ও অপসারণের দাবী জানিয়ে বিএনপির মহাসচিব বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। সুবিদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী পৃথকভাবে মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা, উপজেলা বিএনপির দপ্তরে অভিযোগ দিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল ও সাধারন সম্পাদক সেলিম গাজী তদন্ত কমিটি গঠন করেছেন। ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সুবিদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পাঠানো অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিদ খান এর নেতৃত্বে গত ৫আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর সুবিদপুর ইউনিয়নে ব্যাপকভাবে চাঁদাবাজি ও স্বৈরাচার আওয়ামী লীগের নেতাদের অর্থের বিনিময়ে পুনর্বাসন করায় ব্যস্ত মাঃ শহিদ খান। টাকার বিনিময়ে দলীয় আদর্শ ভঙ্গ করে স্বৈরাচার দোসরদের সাথে হাত মিলিয়ে টাকা কামানোর জন্য দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, পেশি শক্তির দাপট, ফার্নিচার ও ডিমের দোকান থেকে চাঁদা আদায়, টিসিবি, খাদ্যবান্ধব কর্মসূচি (৩০কেজি চাল) বিতরণে নিজের রামরাজত্ব কায়েম করে বিভিন্ন অনিয়ম নিয়মিত করে যাচ্ছেন। আওয়ামীপন্থী ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে ব্যক্তি ফায়দা হাসিলের অপচেষ্টা সচেতন নেতাকর্মীদের হস্তক্ষেপে ভেস্তে গেছে। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে বলেও উল্লেখ করা হয়েছে।
এছাড়া, কৃষকদলের সভাপতি আঃ সত্তার পিন্টু ও ইউনিয়ন যুবদল কর্মী শহিদ তালুকদারের বিরুদ্ধে অবৈধভাবে বাজার দখলের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। কিন্তু দলীয় কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বর্তমানে সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদ খান ও কৃষক দলের সভাপতি আঃ সত্তার পিন্টুর চাঁদা নেয়ার একটি ভিডিও কয়েকদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে খবর প্রকাশিত হলে ভুক্তভোগীদের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়, যা দলের জন্য অত্যন্ত দুঃখজনক বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ জাহাঙ্গীর সরদার বলেন, একটি সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সংবাদ মাধ্যমে প্রচারের আগেই কৃষক দলের ইউনিয়ন সভাপতি আঃ সত্তার পিন্টুকে দিয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলন করান শহিদ খান। তিনি গত ১৫/১০/২৪ ইং তারিখে আবারও গুটি কয়েক আওয়ামী লীগের সুবিধাভোগী ও সরাসরি আওয়ামী কার্যক্রমে যুক্ত থাকা লোকজন নিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তার বানানো কল্প কাহিনি শুনান উপস্থিত সাংবাদিকদের। বিএনপি চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর দলকে কলুষিত হতে দিতে পারিনা। আমরা শহিদ জিয়ার আদর্শকে ধারণ করি।
শ্রমিক দলের সভাপতি আঃ আজিজ খান বলেন, আমরা অতিসত্বর দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও স্বৈরাচার সরকারের নেতাকর্মীদের যারা পুনর্বাসন করছেন এমন নেতাদের দ্রুত অপসারণের দাবী জানাচ্ছি।
যুবদল নেতা তরিকুল ইসলাম মিঠু, মিলন জোমাদ্দার, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইমরান সরদার হিরু বলেন, সত্য ঘটনা মিডিয়ার সামনে তুলে ধরেছি এবং সাংগঠনিক নিয়ামানুযায়ী জেলা ও উপজেলা নেতৃবৃন্দের কাছে প্রথমে মৌখিক, পরবর্তীতে লিখিত ভাবে সকল তথ্য প্রমাণ উপস্থাপন করেছি। জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এ্যাডঃ শাহাদাত হোসেন এর নির্দেশনায় উপজেলা বিএনপি একটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার (১৬ অক্টোবর) ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক মো. সেলিম গাজীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত (১৪ অক্টোবর) “ঝালকাঠিতে বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর উপজেলা ও জেলার বিএনপির সভাপতি সম্পাদকসহ সবার নজরে আসার পরে চাঁদা নেওয়ার ঘটনার নিরেপক্ষ সুষ্ঠ তদন্ত করার জন্য এই কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল বলেন, চাঁদা নেওয়ার বিষয়টি বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তাদের ৩ দিনের মধ্যে সুষ্ঠ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ছবি ক্যাপশনঃ সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিদ খান এবং তদন্ত কমিটির কপি।