রণবীর কাপুরের কনডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে বললেন দীপিকা!

রণবীর কাপুরের সঙ্গে একটা সময় চুটিয়ে প্রেম করেছেন দীপিকা পাডুকোণ। এরপর দীপিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এরপর আবারও জোড়া লাগে তাদের প্রেম। অল্প কিছুদিনের মধ্যে সে সম্পর্কও ভেঙে যায়। আর এতে মানসিকভাবে খুব ভেঙে পড়েন দীপিকা।
বারবার দীপিকা পাড়ুকোন প্রকাশ্যে জানিয়েছিলেন তাকে ব্যবহার করেছেন রণবীর কাপুর, এই সম্পর্কের জন্য তিনি মানসিক অবসাদে ভুগছেন। যার ফলে বহুবার কটাক্ষের শিকার হতে হয়েছে রণবীর কাপুরকে। সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন ক্যাসানোভা তকমা।
একবার কফি উইথ করণ- শোতে এসে দীপিকা পাড়ুকোন ও সোনাম কাপুর রণবীর কাপুরকে নিয়ে ঠাট্টা করেছিলেন কিন্তু সেটি খুব একটা ভাল চোখে দেখেননি রণবীর কাপুর। সেসময় দীপিকা পাড়ুকোনকে বলতে শোনা যায়, কনডমের ব্র্যান্ড অ্যামসেডর হওয়া উচিত রণবীর কাপুরের।
পরবর্তীতে এক সাক্ষাৎকার রণবীর কাপুর জানান, তিনি জানেন না কেন তার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে। এমন কি একই দিনে যেদিন এই শুট করা হয়, তার সঙ্গে তাদের দেখাও হয়েছিল। তারা ভালোভাবে কথাও বলেছিলেন। তিনি ততক্ষণে জানতেনও না ভেতরে তারা তার সম্পর্কে কী কী বলেছেন। পরবর্তীতে যখন কফি উইথ করণ-এর সেই পর্ব সম্প্রচারিত হয়, তা শুনে অবাক হয়ে গিয়েছিলেন রণবীর কাপুর।
সিমি গরেওয়াল রণবীরকে প্রশ্ন করেছিলেন, ‘আপনার খারাপ লাগে না?’ কাপুর পুত্র রণবীর জানিয়েছিলেন কেউ যদি তাকে নিয়ে মজা করে ঠাট্টা করে এ ধরনের মন্তব্য করে এটা তার ব্যাপার, তার এখানে কিছু বলার নেই।
যদিও দীপিকা নয়, একাধিকবার বিভিন্ন অভিনেতা স্টারদের থেকে শুরু করে পরিচালক রণবীরকে নিয়ে মহিলা মহলে চর্চার কথা বলেছে। তার স্ত্রী আলিয়া ভাটের বাবা মহেশ ভাটও একবার তাকে লেডিস ম্যান-এর তকমা দিয়েছিলেন।