খুঁজুন
বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন, ১৪৩১

নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপে লজ্জার হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ
নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপে লজ্জার হার বাংলাদেশের

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ জয়ের লক্ষ্যে মাত্র ২৩০ রান তাড়া করতে গিয়ে ১৪২ রানে অল আউট হয়ে গেছে। ইডেনে ম্যাচ দেখতে আসা হাজার হাজার বাংলাদেশি সমর্থক যথারীতি চরম হতাশায় ডুবেছেন!

নেদারল্যান্ডস ম্যাচটি ৮৭ রানের ব্যবধানে জিতেছে – আর টুর্নামেন্টের পয়েন্টস টেবিলে বাংলাদেশ এখন চলে এসেছে নয় নম্বরে। তাদের নিচে আছে শুধু ইংল্যান্ড – যারা আবার বাংলাদেশের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।

আরও একবার বাংলাদেশকে ডুবিয়েছে টপ ও মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা – ২৩০ রানের তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে গিয়েও একটা পর্যায়ে ৭০ রানে তাদের ৬ উইকেট পড়ে যায়।

সপ্তম উইকেট পার্টনারশিপে মাহমুদুল্লাহ ও শেখ মেহেদি সামান্য কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা কখনোই জেতার জন্য যথেষ্ঠ ছিল না। ওই জুটিতে ওঠে ৩৮ রান। নবম উইকেটে মুস্তাফিজুর আর তাসকিনও যোগ করেন ২৯ রান।
এর আগে দুই ওপেনার লিটন দাস (৩) ও তানজীদ হাসান (১৫), কিংবা নাজমুল হাসান শান্ত (৯) ও মুশফিকুর রহিম (১) সবাই ব্যর্থ হয়েছেন।

তিন নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ শুধু ৪০ বলে ৩৫ রানের একটি ইনিংস খেলতে পেরেছিলেন।

ঝটিকা সফরে ঢাকায় গিয়ে ‘স্পেশাল’ ব্যাটিং প্র্যাকটিস করে আসা অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটার হিসেবে এদিনও ব্যর্থ – ১৪ বল খেলে তিনি আউট হয়েছেন মাত্র ৫ রান করে।

ডাচ বোলারদের মধ্যে পল ভ্যান মিকেরেন ৪টি ও বাস ডি লিড ২টি উইকেট পেয়েছেন।

এছাড়া আরিয়ান দত্ত, কলিন অ্যাকারম্যান ও লোগান ভ্যান বিক পেয়েছেন ১টি করে উইকেট।
এর আগে শনিবার দুপুরে নেদারল্যান্ডস টসে জিতে প্রথমে ব্যাটিং নেয়, কিন্তু মাত্র ৪ রানের মধ্যে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দুই ডাচ ওপেনারকে পরপর তুলে নিলে নেদারল্যান্ডস শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে।

পরে তিন নম্বরে নামা ওয়েসলি বারেসি (৪১ বলে ৪১) আর পাঁচ নম্বরে নামা অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৮৯ বলে ৬৮) দলের রানকে বেশ একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন।

শেখ মেহেদির শেষ ওভারে লোগান ভ্যান বিক দুটো চার ও একটা ছয়-সহ মোট ১৭ রান নিয়ে নেদারল্যান্ডসের স্কোর সোয়া দু’শো পার করে দেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান সবাই দুটি করে উইকেট নিয়েছেন। অধিনায়ক সাকিব আল হাসান পেয়েছেন একটি উইকেট।

কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ বেশ স্পোর্টিং উইকেট বলেই মনে হয়েছে – যেখানে ২৩০ রান তোলা বাংলাদেশের জন্য খুব কঠিন হওয়ার কথা ছিল না।

তবে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপকে এই টুর্নামেন্টেই একবার ঘায়েল করার পর নেদারল্যান্ডস এবার বাংলাদেশকেও ধরাশায়ী করে হারাল!
আগের খবর
বিশ্বকাপ ক্রিকেটের রাউন্ড রবিন লীগ প্রথমার্ধ শেষ করে দ্বিতীয় ভাগে ঢুকে পড়েছে – আর টুর্নামেন্টের প্রায় সব স্টেডিয়াম কীরকম আচরণ করছে সেটাও এতদিনে প্রায় সব দলেরই জানা হয়ে গেছে।

যেমন চেন্নাইয়ের পিচ লো আর স্লো, বল মাঝেমধ্যে টার্ন করছে। দিল্লি আর মুম্বাইতে ফ্ল্যাট পিচ, রানের বন্যা বইছে। ব্যাঙ্গালোর আবার কখনও ফাস্ট, কখনো মন্থর।

পাশাপাশি ধরমশালা নয়নাভিরাম, অথচ আউটফিল্ড পাতে দেওয়ার মতো নয়। আহমেদাবাদ আবার শুধু বিশাল আকারের জন্য চোখ ধাঁধিয়ে দিচ্ছে!

শুধু কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সের পিচ আর মাঠ বিশ্বকাপে কেমন ব্যবহার করবে, সেটাই শুধু এখনও অজানা!

কারণ বিশ্বকাপে একটি সেমিফাইনাল-সহ মোট পাঁচটি ম্যাচ হোস্ট করার দায়িত্ব পেলেও ইডেনে কিন্তু এখনও একটিও ম্যাচ হয়নি – আর টুর্নামেন্টে ইডেনের যাত্রাই শুরু হচ্ছে শনিবারের বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে।

বস্তুত বাংলাদেশ দল কলকাতায় থাকছে পুরো এক সপ্তাহ জুড়ে – কারণ শনিবারের পর ৩১শে অক্টোবর তারা এই মাঠেই খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে।

আর প্রিয় দলের এই জোড়া ম্যাচ দেখতে হাজার হাজার বাংলাদেশ সমর্থক এরই মধ্যে কলকাতায় পা রেখেছেন, টুর্নামেন্টে তাদের দল অবশেষে ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা নিয়ে।
প্রতিপক্ষ নেদারল্যান্ডস বলেই এই ম্যাচে বাংলাদেশ ভক্তরা জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না – কিন্তু এই ধরনের ম্যাচে সেটা যে টিমের ওপর বাড়তি চাপ তৈরি করে সেটা একরকম স্বীকারই করে নিলেন প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে আসা তাসকিন আহমেদ।

কিন্তু দলের সবাই সেরাটা দিতে পারলে এই ম্যাচ জিততে যে অসুবিধা হওয়ার কথা নয়, সেটাও পাশাপাশি জানাতে ভোলেননি তিনি।

ফলে ঠিক তিন সপ্তাহ আগে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে এ পর্যন্ত একমাত্র জয় পাওয়া বাংলাদেশ আজ আরও দু’টি পয়েন্ট ঝুলিতে ভরার লক্ষ্য নিয়েই ইডেনে নামবে।

তবে দুটো দলই ঠিক আগের ম্যাচে বিপর্যস্ত হয়ে হেরেছে – বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও নেদারল্যান্ডস অস্ট্রেলিয়ার কাছে, ফলে টুর্নামেন্টে উভয়ের জন্যই এদিনের ম্যাচ ঘুরে দাঁড়ানোরও লড়াই!

‘টোটাল ক্রিকেটে’র স্বপ্ন
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগের দিন নেদারল্যান্ডসের হয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

একজন সাংবাদিক তার কাছে জানতে চাইলেন, আপনার দেশের নাম করতেই আমরা ফুটবলের কথা বুঝি – জোহান ক্রুয়েফের কথা আমাদের মনে পড়ে। কিন্তু নেদারল্যান্ডসে ক্রিকেটের গুরুত্ব কতটা?

মুখের কথা প্রায় কেড়ে নিয়ে এডওয়ার্ডস জানালেন, “ক্রুয়েফ আমাদের সবার কাছে নায়ক – তিনিই তো টোটাল ফুটবলের পথিকৃত্‌! তাঁর ঘরানাতেই আমরা ‘টোটাল ক্রিকেট’ খেলতে চাই!
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হঠিয়ে যারা মূল পর্বে জায়গা করে নিয়েছে সেই নেদারল্যান্ডস টোটাল ক্রিকেট কতটা খেলতে পারছে তা অন্য প্রশ্ন – কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো ডাকসাইটে দলকে হারিয়ে তারা যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

আইসিসি-র পরিচালিত ওডিআই সুপার লীগ বন্ধ হয়ে যাওয়ায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলার সুযোগ এখন অনেকটাই সীমিত – কিন্তু তা সত্ত্বেও বিশ্বকাপে তাদের হালকা করে নিতে পারছে না কোনও দলই।

দলের হেড কোচ রায়ান কুক একটা সময় টানা তিন বছর বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিলেন, ফলে প্রতিপক্ষের নাড়িনক্ষত্র তিনিও বেশ ভালই জানেন।

পল ভ্যান মিকেরেন-সহ অন্তত তিনজন ডাচ ক্রিকেটার এ বছরের গোড়ার দিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগেও খেলে গেছেন।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হোবার্টে বাংলাদেশকে রীতিমতো বেগ দিয়েছিল নেদারল্যান্ডস। তবে ওয়ান-ডে ক্রিকেটে দুই দলের দেখা হয়নি এক যুগেরও ওপর।

আজ শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা যে তারা জিততেই চাইবেন এবং কিছুতেই একপেশে হতে দেবেন না – সে কথাও জানিয়ে গেলেন ডাচ অধিনায়ক।
তাসকিনের কাঁধ, সাকিবের ‘ছুটি’
শুক্রবার ইডেনে বাংলাদেশের সাংবাদিক সম্মেলনে যে দু’টো বিষয় নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ধেয়ে এল, তা হল তাসকিন আহমেদের কাঁধের আঘাত আর সাকিব আল হাসানের ঝটিকা বেগে ঢাকা সফর।

প্রথমটা নিয়ে তাসকিন নিজেই জানালেন, এটা পুরনো চোট – দু’বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরের সময় থেকেই তাকে ভোগাচ্ছে।

তবে একশোভাগ সেরে ওঠার গ্যারান্টি না-থাকায় অস্ত্রোপচারের ঝুঁকি তিনি নিতে চাননি, আঘাতটা ‘ম্যানেজ’ করেই খেলে যাচ্ছেন।

বিশ্বকাপের সময় ব্যথাটা নতুন করে বাড়ায় পুনে-তে ভারতের বিরুদ্ধে ও মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি নামতে পারেননি, যদিও শনিবার তাকে পাচ্ছে বাংলাদেশ দল।

“ব্যথাটা কখনো কখনো খুব বেড়ে গেলে সব সময় হয়তো একশো শতাংশ দিতে পারি না, কিন্তু ফাস্ট বোলারদের জীবন এরকমই – এই সব চোট-আঘাত সামলেই চালিয়ে যেতে হয়”, অকপটে জানালেন তাসকিন।
বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করে কাঁধের এই ব্যথাটা নিয়ে কিছু একটা হয়তো করবেন – সেই ইঙ্গিতও পাওয়া গেল।

তবে অধিনায়ক সাকিব আল হাসানের দেড় দিনের ‘ছুটি’ -কে তাসকিন যেভাবে ডিফেন্ড করলেন, সেটা ওই বিতর্ককে প্রায় থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ঠ।

মঙ্গলবার মুম্বাইতে ম্যাচ খেলে পরদিনই সাকিব টিম ম্যানেজমেন্ট ও হেড কোচের অনুমতি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন – বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আবার কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন।

এই ঝটিকা সফর নিয়ে যাবতীয় প্রশ্নের জবাবে তাসকিন জানালেন :

প্রথমত, সাকিব বোর্ড ও কোচের যথাযথ অনুমতি নিয়েই এই ছুটিতে গিয়েছিলেন। এমন নয় যে তিনি দলের কোনও নিয়ম বা শৃঙ্খলা ভেঙেছেন।
দ্বিতীয়ত, সাকিব ঢাকায় গিয়েছিলেন নিজের পুরনো কোচের কাছে ব্যাটিং-টা ঝালিয়ে নিতে। এই অল্প সময়ের মধ্যেও মিরপুরে তিনি চার ঘন্টা টানা ব্যাটিং প্র্যাকটিস করেছেন।

“সাকিব ভাইয়ের ব্যাটিং আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি রানে ফেরার জন্য যদি মনে করেন এই ধরনের প্র্যাকটিস দরকার, তাকে তো সেই সুযোগটা দিতে হবে!”, ব্যাখ্যা দিলেন তাসকিন।

তৃতীয়ত, দলের ভেতরে এটা নিয়ে যে কোনও অসন্তোষ বা ফিসফিসানি নেই সেটাও দাবি করলেন তাসকিন। তার কথায়, “আমি তো বলব ওনার এই মুভটা সবাই খুব অ্যাপ্রিশিয়েটই করছে!”

এমন কী, বৃহস্পতিবার সন্ধ্যায় সাকিব কলকাতায় ফেরার পর পুরো টিম একসঙ্গে দারুণ সময় কাটিয়েছে, হইহই করেছে এবং একসাথে ডিনার পর্যন্ত করেছে বলে জানালেন তিনি।

এখন এই টিম স্পিরিটটা কলকাতার জোড়া ম্যাচেও প্রিয় দল দেখাতে পারুক – শহরে আসা হাজার হাজার বাংলাদেশ ভক্তর আপাতত সেটাই প্রত্যাশা!

বিবিসি নিউজ বাংলা

ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

আবুনাঈমরিপন:
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (তাঁত বোর্ড) শিক্ষার্থীদের বিভিন্ন দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে করে সকাল থেকে বন্ধ রয়েছে ঢাকা,নরসিংদী,কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া,মৌলভীবাজার,সিলেট,সুনামগঞ্জ মহাসড়ক।
১১ ইং ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বিক্ষুদ্ধ ছাত্ররা এসে জড়ো হতে থাকে। পরে তারা মিছিল নিয়ে সকাল সাড়ে ১১টায় সাহেপ্রতাপ মোড়ে ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদফতর এর অধীনে নেওয়ার জন্য শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবী উপেক্ষা করে কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্য জায়গায় শিক্ষাদানের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।এর আগে তারা নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদফতরের অধীনে নিয়ে পাঠদানের দাবী জানিয়ে আসছিলেন। কিন্তু সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের টাঙ্গাইলের স্থানান্তরে পরিকল্পনা করেছে,
যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। যা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২টায় বিক্ষোভ চলছিল। ঘটনাস্থলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিম উল্লাহ, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

জামালপুরে ডেভিল হান্টে গ্রেপ্তার ছয়জন

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
জামালপুরে ডেভিল হান্টে গ্রেপ্তার ছয়জন

জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় বিভিন্ন উপজেলা থেকে ছয়জনকে গেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সূত্রে জানা গেছে, রবিবার জেলার জামালপুর সদর, সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় ১১টি টিম একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে।

সদর উপজেলায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারার মামলায় শৈলেরকান্দা এলাকার মরহুম আকবর হোসেনের ছেলে ও ইটাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম (৫৭) কে গেপ্তার করা হয়। এছাড়া, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারার মামলায় শহরের কাচারীপাড়া এলাকার মাসুদুল আলমের ছেলে ও ছাত্রলীগের সদস্য মিরান আহমেদ (১৯) কে গেপ্তার করা হয়।

সরিষাবাড়ী উপজেলায়, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইন ৩/৪ তৎসহ দণ্ডবিধির ১৪৭/১৪৯/৩২৩/১১৪ ধারায় ২০২৪ সালের ২ অক্টোবর দায়েরকৃত মামলায় গোপীনাথপুর এলাকার মৃত বাদশাহ মণ্ডলের ছেলে ও ৬ নম্বর ভাটারা ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী (৫০) কে ভাটারা বাজার থেকে গেপ্তার করা হয়।

ইসলামপুর উপজেলায়, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় ১৪ জানুয়ারি দায়ের হওয়া মামলায় তারতাপাড়া এলাকার মরহুম নুরুল ইসলামের ছেলে ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ডাকলু (৩৫) এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ (সংশোধনী ২০০২) এর ৩ ধারায় ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দায়ের করা মামলায় মৌজাজাল্লা পোদ্দারপাড়া এলাকার শ্রী ভানু চন্দ্র মৃধার ছেলে ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শ্রী কাজল চন্দ্র মৃধা (৪৪) কে গেপ্তার করা হয়।

মাদারগঞ্জ উপজেলায়, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় দায়ের হওয়া মামলায় বালিজুড়ী পূর্বপাড়া এলাকার মোঃ দুল্লুর ছেলে ও মাদারগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ অন্তর (১৯) কে গেপ্তার করা হয়।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম জানান, পুলিশের বিশেষ অভিযানে মোট ছয়জনকে গেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গাইল সখীপুর ৫ টি দোকান পুড়ে ছাই,

মো:হাফিজুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
টাঙ্গাইল সখীপুর ৫ টি দোকান পুড়ে ছাই,

টাঙ্গাইল সখিপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শহরের কচুয়া রোডের খেলাঘর ও ইউসুফ মিয়ার খোলা  পেট্রোলের দোকানসহ অন্তত ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।।গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনার শুরু হয়। পরে সখিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে   দোকানগুলোর কিছুই আর অবশিষ্ট নেই। ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন,আগুনে পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী টাইগার নজরুল সহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। সবচেয়ে শঙ্কার বিষয় ছিল- অগ্নিকাণ্ডের পশ্চিম পাশে ডাচ বাংলা ব্যাংক ও পূর্বপাশে একটি টিনের দোকানের পরেই অগ্রণী ব্যাংকের শাখা।আগুন ছড়িয়ে পড়লে শাখা দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হত। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এড.আহমেদ আযম খান দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকল ধরনের সহযোগিতা করবেন বলে ক্ষতিগ্রস্থদের আশ্বস্থ করেন। লাবীব গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সিআইপি সালাহউদ্দন আলমগীর রাসেল আগুনে পুড়ে যাওয়া কচুয়া রোডের ৫টি দোকান পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের ১৫লাখ টাকা অনুদান প্রদান করেন।

ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। জামালপুরে ডেভিল হান্টে গ্রেপ্তার ছয়জন টাঙ্গাইল সখীপুর ৫ টি দোকান পুড়ে ছাই, উন্মুক্ত হলো দেবতাখুম  স্বপ্ননের পর্যটনকেন্দ্র নওগাঁ সাপাহারে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ডাকবাংলো চত্বরে লিফলেট শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। সখিপুরে তারুণ্য উৎসবে জেলা প্রশাসকের আগমন টেকনাফের  অপহরণকারী দলের মূলহোতা কুখ্যাত আবু তালেব গ্রামবাসীর সহায়তায় আটক শিবপুরে থানা থেকে আ:লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা জজ মিয়া আটক কুড়িগ্রামের রৌমারীতে ৪০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার পাবনার সাঁথিয়ায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত। ডেভিল হান্ট অভিযানে আক্কেলপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার শার্শা উপজেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবিগঞ্জের সাবেক এমপি ও আ.লীগ নেতা মজিদ খান ঢাকা থেকে গ্রেপ্তার দেশে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামিকাল জামালপুরে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত ৪জন কালীগঞ্জের সাবেক এমপির ছেলে কামাল দেওয়ানের ইন্তেকাল বকশীগঞ্জের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নন্দীগ্রামে দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জুলাই-আগস্টে গণহত্যা: বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১ জামালপুর তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান রুমায় বৌদ্ধ বিহার আগুনে পুড়ে ছাই তারেক রহমান ভিত্তিপ্রস্তর স্থাপন করায় দেড় যুগেও চালু হয়নি নন্দীগ্রামের ২০শয্যা হাসপাতাল “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” পবিত্র কোরআন হাদীসের দৃষ্টিতে শবে বরাত এর গুরুত্ব ও ফজীলাত টিআর প্রকল্পে ব্যাপক লুটপাটের তথ্য ফাঁস আ’ লীগের স্টাইলে লুটপাটের রাজনীতি করছেন বিএনপির দুই নেতা