না ফেরার দেশে লালপুরের প্রবীণ দলিল লেখক নবীর উদ্দিন

নাটোরের লালপুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সিনিয়র দলিল লেখক নবীর উদ্দিন (৮৫) সবাইকে কাঁদিয়ে চলে গেলে না ফেরার দেশে।
মঙ্গলবার (৫নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করে তার ভাইরা বাংলাদেশ প্রেসক্লাব, লালপুর উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন জালাল জানান, নবীর উদ্দিন সকালে অসুস্থ বোধ করলে প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
তার মৃত্যুতে দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পরিবার, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাব, প্রথম লাইভ এর এডমিনগণ, দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বুধবার (৬ নভেম্বর ২০২৪) সকাল ১০টার সময় বাহাদুরপুর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় । জানাজা শেষে তার নিজ বাড়ির আঙ্গিনায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
তাঁর বড় ছেলে দলিল লেখক এমদাদুল হক তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।