ভোলার মানুষের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব জৈনপুরী পীর সাহেব হযরত মাওলানা হাসনাইন আহমাদ সিদ্দিকী (রঃ) ভারতে ইন্তেকাল করেছেন ইন্না

লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন;ভোলা জেলায় চলছে শোকের মাতম।
ভোলার মানুষের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব জৈনপুরী পীর সাহেব হযরত মাওলানা হাসনাইন আহমাদ সিদ্দিকী (রঃ) ভারতে ইন্তেকাল করেছেন
হযরত আবুবকর সিদ্দিক রাদিআল্লাহু তায়ালা আনহু এর বংশধর,দ্বীপজেলা ভোলার মানুষের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা হাসনাইন আহমাদ সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি জৈনপুরী পীর সাহেব ভারতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
জৈনপুরী পীর সাহেব হযরত মাওলানা হাসনাইন আহমাদ সিদ্দিকী (রঃ) ভারতে ইন্তেকালে ভোলা জেলায় শোকের মাতম চলছে।
তিনি ২৪ নভেম্বর ২০২৪ রাত সাড়ে ১১ টায় ভারতের জৈনপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। হুজুরের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক ভোলা লাইভ নিউজ এর প্রকাশক ও সম্পাদক এইচ এম হাছনাইন।
এইচ এম হাছনাইন জানান, আমার জন্ম গ্রহণ করার পর আমার পিতা শ্রদ্ধেয় হুজুরের নামে নাম রেখেছেন। আজ তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তিনিই ও তার ভাইয়েরা ভোলা জেলার মানুষের এতই আপন ও আস্থাভাজন ছিলেন যে, তার ভাই হজরত মাওলানা হোসাইন আহমদ সিদ্দিকী ও তার নামে ভোলার মানুষের সন্তানদের নামে নাম রাখা হয় এবং এই নামগুলোই ভোলা জেলায় এখন প্রসিদ্ধ। হুজুরকে এক নজর দেখতে ভোলা জেলার মানুষ প্রায় পাগল প্রায় হয়ে যেতেন। হুজুর দ্বীপ জেলা ভোলাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহু বছর ধরে দ্বীনের খেদমত করেছেন। মহান আল্লাহ তায়ালা হুজুরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদৌসের সু-উচ্চ মাকাম দান করুন,আমিন।
তার ইন্তেকালে ভোলা জেলার সকল মানুষ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।